মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ১২:১৪ অপরাহ্ন

ফেনীতে সেপটিক ট্যাংক বিস্ফোরণে তিন ভাই নিহত

ফেনী প্রতিনিধি:: ফেনী শহরের নাজির রোডে সেপটিক ট্যাংক বিস্ফোরণে একই পরিবারের তিন জন নিহত হয়েছে। নিহতরা সম্পর্কে আপন ভাই। বিস্ফোরণের বিকট শব্দে আশপাশে প্রকম্পিত হয়। এ সময় চারদিকের ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিহতদের একজন ঘটনাস্থলে অপর দুইজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

মঙ্গলবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে নাজির রোডের রুহুল আমিনের ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খুলনার বাগেরহাট মোড়লগঞ্জ পঞ্চগড় গ্রামের সৈয়দ আলী মুন্সির ছেলে রহমান মুন্সী (৪০), মনির মুন্সী (৪৫) ও নুরুল ইসলাম মুন্সী (৫০)। এরা সবাই ফেনী শহরে দিনমজুরি করতেন। বিস্ফোরণের সময় সবাই ঘরের মধ্যে অবস্থান করছিলেন।

বিস্ফোরিত ভবনটি চারতলা বিশিষ্ট। বিস্ফোরণের পর আশপাশের দেয়াল ভেঙে চুরমার হয়ে যায়। দোতালার ছাদ ফেটে আশপাশে ইট বালি কংক্রিট ছড়িয়ে পড়ে। লাশ ফেনী জেলার হাসপাতালের মর্গে রয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অং প্রু মারমা, পিবিআই ও সিআইডি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ফেনীর ফায়ার স্টেশনের উপপরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি জানান, ময়লায় পরিপূর্ণ গ্যাস নির্গমনে ব্যর্থ হয়ে এই বিস্ফোরণ ঘটে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com