শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
মোঃ সাকিব ফেনী থেকেঃ ফেনীর ফুলগাজী উপজেলার গজারিয়া এলাকায় চোরাচালানবাহী পিকআপচাপায় এক সিএনজি চালক নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলার ৬ নম্বর আসামি রাজুকে গ্রেফতার করেছে ফুলগাজী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রাজু দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালান সিন্ডিকেটের অন্যতম হোতা হিসেবে পরিচিত। তিনি ওই হত্যা মামলার অন্যতম পলাতক আসামি ছিলেন।
বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে ফুলগাজী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে আটক করে।
উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ আগে গজারিয়া এলাকায় চোরাচালানবাহী একটি পিকআপ একটি সিএনজিকে চাপা দিলে ঘটনাস্থলেই চালক নিহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ফুলগাজী থানায় হত্যা মামলা দায়ের করে।