বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৭:৫৩ পূর্বাহ্ন

নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে রাবিতে মানববন্ধন

রাবি প্রতিনিধি::

সারাদেশে নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।

রোববার সকাল সাড়ে ১০ টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ‘প্রথম আলো বন্ধুসভা’ ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এসময় ‘স্বাধীনতার পূর্ণতা চাই, নারীর প্রতি সুবিচার চাই, ধর্ষকদের শাস্তি চাই’ ‘আমার সাম্য আমার নীতি, নারীর প্রতি জাগুক প্রীতি’ ‘নুসরাত তনু আমার বোন, বিচার পেতে কতক্ষণ’ আমার বোন, আমার মা ধর্ষিতা হতে দেব না’ সহ মানববন্ধনে বিভিন্ন ধরণের প্ল্যাকার্ড নিয়ে অংশ নেয় শিক্ষার্থীরা।

সংগঠনটির সভাপতি মাজহারুল ইসলাম বলেন, সম্প্রতি সারাদেশে নারী ও শিশু নির্যাতন ব্যাপক আকারে ধারণ করেছে। যার প্রধান কারণ হচ্ছে বিচারহীনতার সংস্কৃতির চালু থাকা। তাই মা বোনদের ধর্ষণ থেকে রক্ষা পেতে যতই প্রভাবশালী হোক না কেন আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের দাবি জানান তিনি।

সাবেক সভাপতি মোশাররফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন, সাবেক উপ-সাংগঠনিক সম্পাদক আরাফাত শাহীন, সহ-সভাপতি মহুয়া মিতু, যুগ্ম-সাধারণ সম্পাদক রিদম শাহরিয়ার, মানবসম্পদ বিষয়ক আশিকুর রহমান আশিক, নারী বিষয়ক সম্পাদক পাপিয়া খাতুন, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মিথেন বিশ্বাস প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com