শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

নতুন পরিচয়ে কারিনা কাপুর

বিনোদন ডেস্ক, ই-কণ্ঠ অনলাইন:: জনপ্রিয় বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। এবার নতুন পরিচয়ে হাজির হচ্ছেন তিনি।

সম্প্রতি তার নতুন সিনেমার প্রস্তুতি শুরু করেছেন কারিনা। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, অভিনয়ের পাশাপাশি সিনেমাটি প্রযোজনাও করছেন কারিনা। এই সিনেমার মাধ্যমেই নতুন পরিচয়ে অর্থাৎ প্রযোজক হিসেবে নাম লেখাতে চলেছেন তিনি।

বর্তমানে এটির চিত্রনাট্য পড়ছেন তিনি। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি স্টোরি প্রকাশ করেছেন এই নায়িকা। এতে স্পষ্ট দেখা যাচ্ছে— পরিচালকের নাম হ্যানসাল মেহতা। কিন্তু সিনেমার নামের ওপর লম্বালম্বি পেন্সিল রেখে দিয়েছেন অভিনেত্রী। শুধু ‘দ্য’ এবং ‘মার্ডার’ অংশটুকু দেখা যাচ্ছে।

কয়েকদিন আগে কারিনা ও প্রযোজক একতা কাপুরের সঙ্গে একটি ছবি পোস্ট করেন হ্যানসাল মেহতা। ক্যাপশনে লেখেন, ‘দুই অসামান্য নারীর সঙ্গে কাজ করতে পেরে আমি রোমাঞ্চিত! নতুন সফর শুরু করতে চলেছি।’ ধারণা করা হচ্ছে সিনেমাটির প্রযোজনায় একতা কাপুরও রয়েছেন।

কারিনা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লাল সিং চাড্ডা’। হলিউডের ‘ফরেস্ট গাম্প’ সিনেমার হিন্দি রিমেক এই সিনেমা। গত ১১ আগস্ট মুক্তির আগে এটি বয়কটের ডাক দেওয়া হয়। বিভিন্ন মহলের অভিযোগ, এতে ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে। এর ফলে বক্স অফিসেও বিশেষ সুবিধা করতে পারেনি সিনেমাটি। ১৮০ কোটি রুপি বাজেটের এই সিনেমা মাত্র ৫০ কোটি রুপির একটু বেশি আয় করেছে।

কারিনা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন আমির খান, মোনা সিং ও নাগা চৈতন্য। ‘লাল সিং চাড্ডা’ পরিচালনা করেছেন অদ্বৈত চন্দন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com