বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৫:০৩ পূর্বাহ্ন
এস.এম. সাঈদুর রহমান সোহেল, খুলনা ব্যুরো::
খুলনা মহানগর ও জেলায় রোববার (৫ জুলাই) পরযন্ত করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪৩৫জনে। এর মধ্যে ৮০৯জনই রয়েছে নারী ও শিশু। জেলা সিভিল সার্জনের দপ্তরের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
‘খুলনা জেলার কোভিট-১৯’ শিরোনামের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, খুলনায় নারী ও শিশুর করোনা আক্রান্তের হার মোট আক্রান্তের শতকরা ৩৪ শতাংশ। যার মধ্যে নারী ২৯ শতাংশ এবং শিশু ৫ শতাংশ। আর পুরুষ আক্রান্ত হয়েছে ৬৬ শতাংশ।
এই সূত্র জানান, মোট আক্রান্তের মধ্যে নারী ৬৮৪, শিশু ১২৫ এবং পুরুষের সংখ্যা ১ হাজার ৬২৬জন। এর মধ্যে মারা গেছেন নারীসহ ৩০জন। সুস্থ্য হয়েছেন নারী-শিশুসহ ৪৪৮জন।
প্রতিবেদনে সিভিল সার্জন দপ্তরের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. শেখ সাদিয়া মনোয়ারা উষা উল্লেখ করেন, মোট আক্রান্তের মধ্যে খুলনা মহানগরেই সর্বোচ্চ ১ হাজার ৯৩৮জন। আর জেলায় ৪৯৭জন। এর মধ্যে ফুলতলায় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সর্বোচ্চ ১১৯জন। দ্বিতীয় অবস্থানে থাকা রূপসা উপজেলায় ১০৩জন। এছাড়া দাকোপে ৫১, বটিয়াঘাটায় ২৮, তেরখাদায় ৩২, দিঘলিয়ায় ৬৭, ডুমুরিয়ায় ৪৭, পাইকগাছায় ৩৪ এবং সুন্দরবন উপকূলের কয়রা উপজেলায় আক্রান্ত হয়েছেন ১৬জন।
খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ এ প্রতিবেদককে বলেন, জেলায় ১২৫জন শিশু করোনায় আক্রান্ত হলেও কেউ মারা যায়নি, কাউকে করোনা হাসপাতালেও ভর্তির প্রয়োজন হয়নি। কারোনা পজিটিভ হলেও তাদের কারোর অবস্থা সিরিয়াস নয়। ফলে বাসায় রেখেই তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া একমাত্র নারীর মৃত্যু হয়েছে।
শিশুদের সু-রক্ষার জন্য করোনা উপসর্গ আছে- পরিবারের এমন কাউকে শিশুর সংস্পর্শে না যাওয়ার পরামর্শ দেন সিভিল সার্জন।তবে, মায়ের বুকের দুধে কারোনার সংক্রমণ হয়না বলেও জানান তিনি।