শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: বৈশ্বিক মহামারি করোনার কারণে এবারও বই উৎসব হচ্ছে না। তবে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাজধানীর মাতুয়াইল প্রেস পরিদর্শনে গিয়ে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, স্কুল থেকে ভাগে ভাগে বই বিতরণ করা হবে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ৯৫ ভাগ বই স্কুলগুলোতে পৌঁছে যাবে। বাকিগুলো যাবে জানুয়ারির প্রথম সপ্তাহে। এ ছাড়া, এ বছর থেকে নতুন কারিকুলাম শুরু হবে, তবে ভর্তি প্রক্রিয়া শেষ হবে জানুয়ারির শেষ নাগাদ।
শিক্ষামন্ত্রী জানান, এ পর্যন্ত প্রাথমিকের প্রায় সকল বই জেলা পর্যায়ে পৌঁছে যাচ্ছে। মাধ্যমিকের ২১ কোটি বই বাঁধাই হয়ে গেছে, বাকি ১৭ কোটির বেশি বই সরবরাহ করা হয়েছে। আগামী তিন-চার দিনের মধ্যে সকল বই বাঁধাই কাজ শেষ হবে। বাঁধাই কাজ শেষ হওয়ার পর স্কুল পর্যায়ে তা পাঠিয়ে দেয়া হবে।
করোনার কারণে ২০২০ সালের ১৭ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। এমন পরিস্থিতিতে গত বছরও বই উৎসব উপলক্ষে তেমন কোনো আয়োজন করা হয়নি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভার্চুয়াল অনুষ্ঠানে ২৩ জন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।