বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০২:০৫ অপরাহ্ন

আগত ভক্ত ও দর্শনার্থীদের সাথে সদাচরণ ও বিনয়ী হতে হবে—সহকারি পুলিশ

Exif_JPEG_420

মোঃ বিপ্লব, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শারদীয় দূর্গাপূজা সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে থানা চত্তরে ২৭ সেপ্টেম্বর (শনিবার) বিকালে পুলিশ সদস্যদের ব্রিফিং দেওয়া হয়।

দায়িত্বরত পুলিশ সদস্যদের ব্রিফিংয়ে সহকারি পুলিশ সুপার স্নেহা শীষ কুমার দাস বলেন, সামাজিক সম্প্রীতি বজায় রেখে শারদীয় দূর্গাপূজা পালন করা হবে। এ উৎসবকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ বাহিনীকে কঠোর হতে হবে। পূজামন্ডপের আশপাশের এলাকায় জনগনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, আগত ভক্ত ও দর্শনার্থীদের সাথে সদাচরণ ও বিনয়ী হতে হবে। সিসিটিভি, ক্যামেরা, চেকপোষ্ট ও টহল কার্যক্রম সর্বদা সক্রিয় রাখতে হবে। পুলিশ ও জনগণের সমন্বিত প্রচেষ্ঠার মাধ্যমেই শান্তিপূর্ণভাবে এ উৎসব সম্পন্ন করা সম্ভব।

ব্রিফিংয়ের সময় আরো উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ আরশেদুল হক, ওসি তদন্ত রফিকুল ইসলামসহ থানা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com