বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১০:২০ অপরাহ্ন
এন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি::
দিনাজপুরে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে বীরগঞ্জের এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
বীরগঞ্জ উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়নের প্রশাদপাড়া গ্রামের তফির উদ্দিনের পুত্র ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম (৩৮) ব্যক্তিগত কাজে মোটরসাইকেল নিয়ে দিনাজপুর যাওয়ার পথে সোমাবার দুপুর ১২ টার সময় দিনাজপুর সরকারী কলেজ মোড়ে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়।
দিনাজপুর কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) বজলুর রশিদ জানান, দুপুরে বীরগঞ্জ থেকে ৩ জন মোটরসাইকেল যোগে দিনাজপুর শহরে আসছিল। পথে দিনাজপুর সরকারী কলেজ মোড়ে বিপরীতমুখী বাসের সঙ্গে তাদের মটরসাইকেলের সংঘর্ষ হয়। এসময় স্থানীয়রা গুরুতর আহত ৩ জনকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শফিকুলকে মৃত বলে ঘোষণা করেন।