সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন

টঙ্গীতে শিশু উন্নয়ন কেন্দ্রে শিশুকে ‘ধর্ষণ’, নিরাপত্তা কর্মী গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সেখানকার প্রধান নিরাপত্তা কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দুপুরে শিশুটির বাবা থানায় অভিযোগ করলে পুলিশ আব্দুল হাইকে (৪৫) গ্রেপ্তার করে। আব্দুল হাই কেন্দ্রের প্রধান নিরাপত্তা কর্মী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

ভুক্তভোগী শিশুটির পরিবারের বরাতে পুলিশ জানায়, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে শিশু উন্নয়ন কেন্দ্রে থাকা বন্দিদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করে সমাজ সেবা অধিদপ্তর। অনুষ্ঠান চলাকালে দুপুরে আব্দুল হাই শিশুটিকে চিপস ও চকলেট দেওয়ার কথা বলে নিজ ব্যারাকে নিয়ে ধর্ষণ করেন।

পরে বিষয়টি জানাজানি হলে শিশুটিকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করায় তার পরিবার।

অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় পরে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে জানায় পুলিশ।

শিশুটির বাবা বলেন, “আমার স্ত্রী শিশু উন্নয়ন কেন্দ্রে চাকরি করেন। সেখানে আবাসিক ভবনে আমরা বসবাস করি। আব্দুল হাই আমার বাচ্চা মেয়েটিকে ধর্ষণ করেছে।

“বিষয়টি শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়কের কাছে জানালে তিনি ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। ঘটনার দুই দিন পর থানায় লিখিত অভিযোগ করেছি।”

টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, “এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত ‍প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।”

শিশুটির পরিবার থেকে ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার যে অভিযোগ তোলা হয়েছে তা সত্য নয় বলে দাবি করেছেন এ কর্মকর্তা।

টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, অভিযোগ পেয়েই আব্দুল হাইকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ধর্ষণ মামলা হয়েছে।

নির্যাতিতা শিশুটির স্বাস্থ্য পরীক্ষা করা হবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com