বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২১ অপরাহ্ন
বাঘায় নিরাপদ সড়ক দিবসে উপজেলা প্রশাসন ও শিক্ষা প্রতিষ্ঠানের মানববন্ধন
বাঘা (রাজশাহী) প্রতিনিধি॥ জাতীয় নিরাপদ সড়ক দিবসে “আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো” এই শ্লোগানে রাজশাহীর বাঘায় উপজেলা প্রশাসনসহ ১’শ ৪৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা পৃথক পৃথকভাবে মানববন্ধন কর্মসূচি পালন করে।
নির্দেশনা মেনে সড়কে নিরাপত্তায় চলাচলের বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সোমবার (২২ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী অফিসার শাহিন রেজার নের্তৃত্বে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা প্রশাসন ও বাঘা উচ্চ বিদ্যালয় স্কাউটস্ গ্রুপ মানববন্ধন কর্মসূচী পালন করে। এতে অংশ গ্রহন করেন বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তারা।
এছাড়াও মনিগ্রাম উচ্চ বিদ্যালয়, বাঘা মডেল উচ্চ বিদ্যালয় ও আড়ানী সরকারি উচ্চ বিদ্যালয়সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে। এতে অংশ নেয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ শিক্ষক-শিক্ষার্থীরা।