শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৭ অপরাহ্ন
জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি।। লালমনিহাটের আওতাধীন লালমনিহাট ও কুড়িগ্রাম সীমান্তে বিশেষ সাড়াশি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় নুরুল ইসলাম (৩২) নামে এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর সদস্যরা পৃথক অভিযানে ৩৫০ বোতল ইস্কাফ সিরাপ, ৫৮ বোতল ফেন্সিডিল ও ৬ কেজি গাঁজা উদ্ধার করেন।
আটক নুরুল ইসলাম কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দক্ষিণ শিংঝাড় গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
এর মধ্যে গংগারহাট বিওপি’র আওতাধীন মধ্য বিদ্যাবাগিস এলাকায় অভিযান চালিয়ে ৪৩ বোতল ফেন্সিডিল, ৬ কেজি গাঁজা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদক ও যানবাহনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৮৬ হাজার টাকা।
আটক নুরুল ইসলামের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত মালামালও থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি মাদক সংশ্লিষ্ট অন্যান্য চোরাকারবারীদের বিরুদ্ধেও মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে বিজিবি জানিয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
তিনি মাদক প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন এবং গোপন তথ্য প্রদানকারীদের পরিচয় গোপন রাখার আশ্বাস দেন।