শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৭ অপরাহ্ন

সীমান্তে বিজিবি’র অভিযানে মাদকসহ আটক ১

জিন্নাতুল ইসলাম জিন্না, ‎লালমনিরহাট প্রতিনিধি।। ‎লালমনিহাটের আওতাধীন লালমনিহাট ও কুড়িগ্রাম সীমান্তে বিশেষ সাড়াশি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় নুরুল ইসলাম (৩২) নামে এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।

‎শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর সদস্যরা পৃথক অভিযানে ৩৫০ বোতল ইস্কাফ সিরাপ, ৫৮ বোতল ফেন্সিডিল ও ৬ কেজি গাঁজা উদ্ধার করেন।

‎আটক নুরুল ইসলাম কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দক্ষিণ শিংঝাড় গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

‎এর মধ্যে গংগারহাট বিওপি’র আওতাধীন মধ্য বিদ্যাবাগিস এলাকায় অভিযান চালিয়ে ৪৩ বোতল ফেন্সিডিল, ৬ কেজি গাঁজা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদক ও যানবাহনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৮৬ হাজার টাকা।

‎আটক নুরুল ইসলামের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত মালামালও থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি মাদক সংশ্লিষ্ট অন্যান্য চোরাকারবারীদের বিরুদ্ধেও মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে বিজিবি জানিয়েছে।

‎লালমনিরহাট ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

‎তিনি মাদক প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন এবং গোপন তথ্য প্রদানকারীদের পরিচয় গোপন রাখার আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com