রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৩ পূর্বাহ্ন
মোঃ ইসলাম হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি:: সিরাজগঞ্জ রোড সংলগ্ন আল-মদিনা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার রাত ৯ টার সময় শ্যামপুর গ্রামের ফরিদুল ইসলামের স্ত্রী অঞ্জনা খাতুন প্রসব বেদনা শুরু হলে পরিবারের লোকেরা তাকে সিরাজগঞ্জ রোডস্থ আল-মদিনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে এ সময় চিকিৎসক আসবেন বলে মিথ্যা আশ্বাস দিয়ে ওই পরিবারকে প্রায় ১ ঘন্টা অপেক্ষা করায়। পরে হাসপাতালের কর্তব্যরত কর্মচারিরা জানায় আমরা আল্ট্রা করে দেখলাম বাচ্চা সুস্থ এবং স্বাভাবিক আছে এটা নর মাল ডেলিভারি হবে আপনারা বসেন কোন চিন্তা নেই। বলে প্রসূতিকে অপারেশন থিয়েটার এ নিয়ে যায়। কিছুক্ষণ পরে একটি মৃত পুত্র সন্তান ডেলিভারি করান। এরপর প্রসূতির স্বামী হসপিটাল কর্তৃপক্ষের কাছে বাচ্চা মারা যাওয়া বিষয়টি জানতে চাইলে হসপিটাল কর্তৃপক্ষ জানান প্রসূতির গর্ভে মৃত সন্তান ছিল বলে কেটেপরে শুক্রবার সন্ধার সময় ওই পরিবারের লোকজন বিষয়টি ভালো ভাবে জানতে আল-মদিনা জেনারেল হাসপাতালের পরিচালক মোহসিনের কাছে গেলে বিষয়টি বলা মাত্র চরম বাকবিতণ্ডোর এক পর্যায়ে রুগীর পরিবারের উপর অতর্কৃত হামলা চালালে ১ জন আহত হয়।আল-মদিনা জেনারেল হাসপাতালের পরিচালক মোহশিন সহ তার কর্মচারীরা অভিযুক্তদের বেধরক মার ধর করেন বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে সাংবাদিকরা আল-মদিনা জেনারেল হাসপাতালের পরিচালক মহসিন এর কাছে জানতে চাইলে সাংবাদিকদের উপর চওড়া মেজাজে কথা বলেন এবং মানবাধিকার কর্মী বলে হুমকি ধামকি দিয়ে সাংবাদিকদের হসপিটাল থেকে বের করে দেয় এ রিপোর্ট করার আগ পর্যন্ত সাংবাদিকদের মারপিট এবং প্রাণনাশের হুমকি দেয়।
এ বিষয়ে ভুক্তভোগীরা বলেন, সলঙ্গা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগীর পরিবার জানান।