শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর(মুন্সীগঞ্জ)প্রতিনিধি::
শ্রীনগর উপজেলা তন্তর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল মঙ্গলবার বেলতলী জিজে উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে কাউন্সিলরদের ভোটে আজিজুল হক দুলাল সভাপতি ও মিজানুর রহমান লন্ঠুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
এর আগে মিজানুর রহমান লন্ঠুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমান। সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা আ’লীগের সহ সভাপতি সেলিম আহমেদ ভুইয়া।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন।
এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, শেখ রাসেল ক্রীড়া চক্রের সভাপতি ও জেলা আ’লীগের সহ সভাপতি নুরুল আলম চৌধুরী, যুগ্ম সম্পাদক এ্যাড. সোহানা মহিউদ্দিন, আবুল কাশেম, শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিম আহমেদ ভূইয়া, আবুল কালাম আজাদ ডালু, জীবন মৃধা, শফিকুল ইসলাম মামুন, নাজির হোসেন, আবু হানিফা নোমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নেছার উল্লাহ সুজন, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি জহিরুল ইসলাম নিশাত সিকদার, শ্রমিকলীগের সভাপতি জাহাঙ্গির আলম জিকু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, আক্তার হোসেন মিন্টু, আঃ হাই সিকদার, আঃ আজিজ মাষ্টার,মেহেদী হাসান কাকন, মনোয়ার হোসেন খানঁ, সোহেল রাজ, জসিম রহমান মোঃ আসিফ, মহসিন শেখ, মামুন শেখ প্রমুখ।