বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন
মো: রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর প্রতিনিধি:: ৩ দিনের মধ্যে ঘোষণাপত্র ও জুলাই সনদ জারির দাবীতে লক্ষ্মীপুরে সংবাদ সম্মেলন করেছে জুলাই যোদ্ধা সংসদ জেলা শাখা।
২২ জুন (রোববার) দুপুরে প্রেসক্লাব মিলনায়নে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দাবী জানানো হয়। লিখিত বক্তব্যে আরমান হোছাইন, সাইফুল ইসলাম মুরাদ জানান, আমাদের ন্যায্য ও যৌক্তিক দাবী জুলাই ঘোষণাপত্র এবং সনদ।
ইতিমধ্যে ৩০ কার্যদিবসের মধ্যে সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। সেই সময়সীমা মধ্যে আর মাত্র ৩ কার্যদিবস বাকি থাকলেও এখন পর্যন্ত কোন দৃশ্যমান অগ্রগতি নেই। আমরা মনে করি জুলাই সনদ জুলাই মাসের মধ্যে প্রদান করা হবে। তাই আশা করি সরকার অতি দ্রুত জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ প্রদান নিশ্চিত করবে।
এ ছাড়া ছাত্র-জনতা আন্দোলনে বহু আহতরা এখনো সুচিকিৎসা পায়নি অবিলম্বে তাদের চিকিৎসা নিশ্চিত করতে হবে। এ ছাড়া লক্ষ্মীপুরের ১৯ শহীদদের নামে ভবণ তৈরি,উত্তর ষ্টেশন শহীদ আপনান চত্তর, ঝুমুর ষ্টেশন বিজয় চত্তর এবং দক্ষিণ তেমুহনী শহীদ সাব্বির চত্তর ঘোষণা ও বাস্তবায়ন করারও দাবী জানানো হয়।
এসময় সংসদের সদস্য ইউসুফ আলম রিপন, হাবিবুর রহমান ফাহিম, টুটুল পাটোয়ারী, আরমান হোসেন ভূঁইয়া, আল সবুজ ভূঁইয়া, মুক্তার হোসেন উপস্থিত ছিলেন।