বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৯ পূর্বাহ্ন

রাবি বিজ্ঞান আন্দোলন মঞ্চের সভাপতি বিপ্লব সম্পাদক নিলয়

রাবি প্রতিনিধি:
উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী বিপ্লব কর্মকারকে সভাপতি ও একই বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী আতিকুল ইসলাম নিলয়কে সাধারণ সম্পাদক করে বিজ্ঞান আন্দোলন মঞ্চ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।১ এপ্রিল রোববার বিকাল ৪টার দিকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় কাফেটেরিয়ায় সদ্য প্রায়াত পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিং স্মরণ সভায় এ কমিটি ঘোষণা করেন বিজ্ঞান আন্দোলন মঞ্চের সংগঠক ও রাজশাহী জেলার সমন্বয়কারী সোহরাব হোসেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী কাউসার আলী, বাংলা বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী আবু বকর সিদ্দিক, পদার্থ বিজ্ঞান বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী জসিম উদ্দিন, সাগর, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী হোসেন আলী, দর্শন বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী রাহি, ফিশারীজ বিভাগের ১ম বর্ষের দেলোয়ার, ফরিদ শাহরিয়ার কবির, মুনিম, নাট্যকলা বিভাগের শাকিব উল হাসান।
প্রসঙ্গত, ‘বিজ্ঞান হোক সকল অন্ধ বিশ্বাস ও কুসংস্কাররের বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ার’ এ স্লোগানকে সামনে রেখে ২০০৮ সাল থেকেই সমাজ পরিবর্তনের পরিপূরক বিজ্ঞান মনষ্ক মননজগৎ গড়ে তোলার লক্ষ্যে বিজ্ঞান আন্দোলন মঞ্চ সারাদেশে কাজ চালিয়ে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com