বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৫ অপরাহ্ন

রাবি পরিসংখ্যান বিভাগে পুরস্কার ও পদক প্রদান

রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের উদ্যোগে বিভাগের কৃতী শিক্ষার্থীদের খোন্দকার মনোয়ার হোসেন মেমোরিয়াল এ্যাওয়ার্ড, প্রফেসর হোসনেয়ারা হোসেন মেরিট স্কলারশীপ এবং কাজী মোতাহার হোসেন পদক প্রদান ও আন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বিভাগের কনফারেন্স রুমে প্রধান অতিথি উপাচার্য এম আব্দুস সোবহানের উপস্থিতিতে এ পুরষ্কার প্রদান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিভাগের ¯œাতক সম্মান পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অধিকারী সাম্মে আমেনা তাসমিয়া খোন্দকার মনোয়ার হোসেন মেমোরিয়াল এ্যাওয়ার্ড ও একই পরীক্ষায় মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকারী মোছা. শারমিন আক্তার প্রফেসর হোসনেয়ারা হোসেন মেরিট স্কলারশীপ অর্জন করে। এছাড়া পরিসংখ্যানে ¯œাতকোত্তর পরীক্ষায় প্রথম স্থান অধিকারী মো. বিনইয়ামিন (২০১২), অতুল চন্দ্র সিংহ (২০১৩), মো. সাইফুল ইসলাম (২০১৪), মোসা. তাওয়াবুন নাহার (২০১৫) ও মোসা. শামিমা খাতুন (২০১৬) কাজী মোতাহার হোসেন পদক অর্জন করে।
অনুষ্ঠানে এমএসসি ২০১৭ ব্যাচের বিদায় সংবর্ধনা এবং বিভাগের অন্তঃকক্ষ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কারও প্রদান করা হয়। বিদায় সংবর্ধনায় শিক্ষার্থীদের স্মারক ক্রেস্ট উপহার দেয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা, বিজ্ঞান অনুষদের অধিকর্তা প্রফেসর মো. এম খলিলুর রহমান খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন চেয়ার অধ্যাপক ড. এম আতাহারুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com