বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৯ অপরাহ্ন
রাবি প্রতিনিধি:
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা। ৫ মার্চ সোমবার রাবি ছাত্রদল সাধারণ সম্পাদক কামরুল হাসানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারে এ কার্যক্রম চালায় সংগঠনটি।
এসময় আরো উপস্থিত ছিলেন, সহ-সভাপতি হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আহমেদ রাহী, রাসেল আল, সারোয়ার পারভেজ, সহ তথ্য ও প্রকাশনা সম্পাদক সাজিন সোবহান, সহ প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম, ৩৪নং ওয়ার্ড সভাপতি নাজমুল হক, মতিহার থানা সাধারণ সম্পাদক শাজাহান আলী, ৩৪নং যুবদল সভাপতি আসিফ ও ছাত্রনেতা কনকসহ শতাধিক নেতাকর্মী।
সাধারণ সম্পাদক কামরুল হাসান বলেন, ‘আমরা বিনোদপুর বাজার ও মন্ডলের মোড়সহ আশেপাশের এলাকায় আমরা জনগনের মাঝে লিফলেট বিতরণ করেছি। জনগণ আমাদের পক্ষে আছে। কিন্তু পুলিশি নির্যাতনের ভয়ে কেউ কথা বলছে না। লিফলেট বিতরণের কিছুক্ষণ পরেই পুলিশ সেখানে চারটি গাড়ি নিয়ে উপস্থিত হয়। এভাবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র চলতে পারে না।’