বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ন

রাবি ক্যারিয়ার ক্লাবের চাকুরি মেলা আগামী ২৮ ফেব্রুয়ারি

রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ^বিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে ৫ম বারের মতো ২ দিন ব্যপি চাকুরি মেলার আয়োজন করা হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে চলবে মেলাটি। ২৮ ফেব্রুয়ারি সকাল ৯ টায় মেলাটি উদ্বোধন করবেন রাবি উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা। মেলাটি শেখ রাসেল স্কয়ার মাঠে অনুষ্ঠিত হবে।
দুইদিন ব্যাপি মেলায় মোট ২৬ টি কোম্পানি অংশগ্রহণ করছে। আছে রেকিট বেনিকিজার বাংলাদেশ লিমিটেড, আরলা ফুড বাংলাদেশ লিমিটেড, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড, ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড, বিকাশ, প্রাইম ইসলামিক সিকিউরিটিজ লিমিটেড, এএফসি ক্যাপিটাল লিমিটেড, ব্রাক, বোল্ড, নাবিল গ্রুপ, প্রাণ আরএফএল গ্রুপ, দারাজ ডট কম, এসিসিএ, ইন্টার্ন বিডি, এইচাআরবিডি, ব্লু হিল্স আইটি ইত্যাদি।
অনুষ্ঠানের প্রথম দিনে চাকুরি প্রত্যাশিদের থেকে বায়োডাটা সংগ্রহ করা হবে। পরের দিন বায়োডাটা বাছাই শেষে যোগ্যতা সম্পন্ন জনশক্তি নিয়োগ দেবে কোম্পানিগুলো। এছাড়া দুইদিনে মোট ১১ টি সেমিনার অনুষ্ঠিত হবে। যেখানে বিভিন্ন দেশি বিদেশী রিসোর্স ব্যক্তিত্ব বক্তা হিসাবে থাকবেন। চাকুরি প্রাপ্তদের সংবর্ধণা প্রদান করা হবে ক্লাব থেকে।
মেলার টাইটেল স্পন্সর হিসাবে থাকছে আইপিডিসি ফাইন্যান্স। এবং কো স্পন্সর হিসাবে থাকছে এএফসি ফাইন্যান্স লিমিটেড। গোল্ড স্পন্সর হিসেবে থাকছে এসিসিএ। পাওয়ার্ড বাই ইসলামি সিকিউরিটিজ লিমিটেড।
মিডিয়া পার্টনার হিসেবে আছে, বণিক বার্তা, দ্যা ফাইনান্সিয়াল এক্সপ্রেস, কালের কন্ঠ, ঢাকা এফ এম, রেডিও পদ্মা। অনুষ্ঠানে ফুড পার্টনার হিসাবে থাকছে স্টার রেস্টুরেন্ট এন্ড ক্যাফে।
শুক্রবার বিকেলে বিশ^বিদ্যালয় বিজনেস স্টাডিজ বিভাগের শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান ক্যারিয়ার ক্লাবের সভাপতি শাহিনুর আহমেদ শাকিল। এসময় ক্লাবের উপদেষ্টা মার্কেটিং বিভাগের অধ্যাপক শাহ আজম শান্তনু, ক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আকাশ, সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান লিপু প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com