সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪১ পূর্বাহ্ন

রাবিতে ভর্তি পরীক্ষার আবেদনে প্রথম দিনেই ২৫ হাজার

রাবি প্রতিনিধি॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হয়েছে। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী গত সোমবার দুপুর ১২ টা থেকে এই আবেদন শুরু হয়ে চলবে ১২ সেপ্টেম্বর বুধবার রাত ১২ টা পর্যন্ত। এমসিকিউ পদ্ধতিতে এবারের পরীক্ষায় ৫ টি ইউনিট থাকবে।

নতুন নিয়মে আবেদনকারীকে প্রথমত ৫৫ টাকা ফি দিয়ে আবেদন করতে হবে। প্রাথমিক আবেদনে উত্তীর্ণ শিক্ষার্থীরাই কেবলমাত্র ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। প্রাথমিক আবেদনকারীদের এইচ.এস.সি ফলাফলের ভিত্তিতে সর্বোচ্চ ৩২ হাজার শিক্ষার্থী একটি ইউনিটে ভর্তি পরীক্ষার সুযোগ পাবেন।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় আইসিটি সেন্টারের পরিচালক খাদেমুল ইসলাম মোল্যা বলেন, গতকাল সোমবার আবেদন শুরুর পর প্রথম দিনে ২৫ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন। তবে আজকে আবেদনের পরিমান দেখা হয়নি।
ভর্তি পরীক্ষার যোগ্যতা হিসেবে মানবিক শাখা হতে উত্তীর্ণ এস.এস.সি/সমমান ও এইচ.এস.সি/সমমান উভয় পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) নূন্যতম জিপিএ ৩.০০ সহ মোট জিপিএ ৭.০০, বাণিজ্য শাখা হতে এস.এস.সি/সমমান ও এইচ.এস.সি/সমমান উভয় পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) নূন্যতম জিপিএ ৩.৫০ সহ মোট ৭.৫০, বিজ্ঞান শাখা থেকে এস.এস.সি/সমমান ও এইচ.এস.সি/সমমান উভয় পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) নূন্যতম জিপিএ ৩.৫০ সহ মোট ৮.০০ থাকতে হবে।

এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২২ ও ২৩ অক্টোবর। ভর্তি পরীক্ষায় যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://admission.ru.ac.bd/undergraduate) এ পাওয়া যাবে।

উল্লেখ্য, আগামী বছর ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা লিখিত পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এবং সেখানে শুধুমাত্র ওই বছরের এইচ.এস.সি/সমমান পরীক্ষায় উত্তীর্ণরাই আবেদন করতে পারবেন বলে জানান বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com