সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৩ অপরাহ্ন

রাবিতে পাঠ্য কারিকুলাম কন্টেন্ট ডিজাইন শীর্ষক কর্মশালা

আবু বকর অন্তু, রাবি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আরবী বিভাগের আয়োজনে পাঠ্য কারিকুলাম কন্টেন্ট ডিজাইন অ্যান্ড রিভিউ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনের ৩০৬ নম্বর কক্ষে এই ওয়ার্কশপের আয়োজন করা হয়।
আরবী বিভাগের সভাপতি অধ্যাপক ড. আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ফজলুল হক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিভাগের অধ্যাপক ড. এস এম আব্দুস সালাম। কারিকুলাম বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করেন বিভাগের অধ্যাপক ড. নিজাম উদ্দিন। এ সময় তিনি কারিকুলামের গুরুত্ব তুলে ধরে বলেন, সঠিকভাবে লেখাপড়া করার ক্ষেত্রে কারিকুলাম জরুরী। যা না থাকলে নিজে শেখা ও অপরকে ভালোভাবে শেখানো যায় না। এছাড়া অনুষ্ঠানে আরবী বিভাগের শিক্ষার্থীরা এই বিভাগে পড়লে কি কি বিষয়ে দক্ষতা অর্জন করবে তা তুলে ধরেন।
প্রশিক্ষণ শেষে উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। এসময় বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com