বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫২ অপরাহ্ন
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নাটোর জেলা সমিতি রাজশাহীর অভিষেক আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাবির শহীদ সুখরঞ্জন সামাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসিতে) শুক্রবার দিনব্যাপী বাংলা নববর্ষ ১৪২৫ উদ্যাপন উপলক্ষ্যে এই কর্মসূচীর আয়োজন করা হয়।
বাংলা নববর্ষ উপলক্ষে সকাল ৯ টার দিকে একটি আনন্দ র্যালি বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে টিএসসিসিতে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
আলোচনাসভায় প্রফেসর ডা.বি.কে দামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবি উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাবি উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহ, কাজী আব্দুর রহমানসহ বারিন্দ্র মেডিকেল কলেজের পরিচালক মো: শামসুদ্দিনের।