বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫২ অপরাহ্ন
রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘স্বপ্নের’ উদ্যোগে সপ্তাহব্যাপী ‘অমর একুশে গ্রন্থমেলা-১৮’ শুরু হয়েছে। চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয় দ্বিতীয় বিজ্ঞান ভবনের সামনে গ্রন্থমেলাটি উদ্বোধন করা হয়। মেলাটি উদ্বোধন করেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।
মেলা আয়োজক কমিটির আহবায়ক তানভিরুল আলম এর সভাপতিত্বে ও মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাগর সাহার সঞ্চালনায় বক্তব্য রাখেন, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজশাহী সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশা। বিশেষ অতিথি হিসেবে সাবেক উপ-উপাচার্য অধ্যাপক মুহম্মদ নূরুল্লাহ, বিভাগের সভাপতি প্রফেসর ড. নাজমা আফরোজ। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শামসুদ্দীন ইলিয়াস ।
প্রধান অতিথির বক্তব্য বাদশা বলেন, “গ্রন্থাগার হল জ্ঞানের ভান্ডার। জ্ঞানার্জন, মূল্যবোধ বিকাশ, সংস্কৃতি চর্চার মাধ্যমে মাধ্যমে মানুষকে আলোকিত করে এবং পাঠ্য অনুশীলনে গ্রন্থাগারের ভ’মিকা অপরিসীম। তাই প্রতিবছর গ্রন্থাগার মেলাটি অব্যাহত রাখার আহবান জানান”।
এছাড়াও উপস্থিত ছিলেন, মনোবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. সাবিনা সুলতানা, সহকারী অধ্যাপক তানজির আহম্মদ তুষার, মো. নুরে আলম সিদ্দিকী, প্রভাষক ফিউজি আক্তার, কাজী ইমরুল কায়েশ সহ দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।