শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০১:০১ পূর্বাহ্ন

মাশরাফীর পক্ষে মনোনয়ন সংগ্রহ করলেন জেলা আওয়ামী লীগ

নড়াইল প্রতিনিধি : বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার পক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস।
সোমবার (২৭ নভেম্বর) দুপুর সোয়া ১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক শাশ্বতী শীলের কাছ থেকে মাশরাফীর পক্ষে মনোনয়ন সংগ্রহ করেন জেলা আওয়ামী লীগ সভাপতি।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এরইমধ্যে নড়াইলের ২টি আসনে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন ছয়জন। নড়াইল-১ আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন জাতীয় পার্টির মিল্টন মোল্লা, স্বতন্ত্রপ্রার্থী সিকদার মো. শাহাদাত হোসেন, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ।
নড়াইল-২ আসনে মাশরাফী বিন মোর্ত্তজার পক্ষে মনোনয়ন সংগ্রহের দিনে এ আসনে কেন্দ্রীয় ওয়ার্কার্স পার্টির সদস্য ও সাবেক সংসদ সদস্য শেখ হাফিজুর রহমানও মনোনয়ন সংগ্রহ করেন।

মাশরাফীর মনোনয়ন সংগ্রহের সময় তার পক্ষে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. সুবাস চন্দ্র বোস ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আলমগীর হোসেন আলম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অচিন কুমার চক্রবর্তী, জেলা পরিষদের সদস্য খোকন সাহা, বীর মুক্তিযোদ্ধা এস এ মতিন প্রমুখ।

এর আগে রোববার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মাশরাফীকে নড়াইল-২ আসনে নৌকার প্রার্থী হিসেবে ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর মধ্য দিয়ে দ্বিতীয়বারের মত নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক, আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফী বিন মোর্ত্তজা।

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মাশরাফী

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com