বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০৯:০৪ অপরাহ্ন

ভালুকা পৌর নির্বাচনে আ.লীগের মনোনয়ন পেলেন কাইয়ুম

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::

আগামী ৩০ জানুয়ারি তৃতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে ময়মনসিংহের ভালুকা পৌরসভা নির্বাচন। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আ’লীগের দলীয় প্রার্থী চূড়ান্ত করেছেন।

তৃতীয় বারের মতো মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন (নৌকা প্রতীক) পেয়েছেন বর্তমান মেয়র ভালুকা উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ একে. এম. মেজবাহ উদ্দিন কাইয়ুম।

দলীয় সূত্রে জানা যায়, শনিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার (উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন) জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। আর সেই সভা থেকে ভালুকা পৌরসভার নির্বাচনে মেয়র পদে পাঁচজন প্রার্থীর মধ্যে একক মেয়র প্রার্থী হিসেবে ডাঃ একে. এম. মেজবাহ উদ্দিন কাইয়ুমকে মনোনয়ন দিয়েছেন দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে মঙ্গলবার (২২ ডিসেম্বর) আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয় থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন দলের পাঁচজন মেয়র প্রার্থী। তারা হলেন-বর্তমান মেয়র ও ভালুকা উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ একে. এম. মেজবাহ উদ্দিন কাইয়ুম, ভালুকা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সালাহ উদ্দিন সরকার, বর্তমান ভালুকা পৌর যুবলীগের সভাপতি মো. আলমগীর হোসেন সোহেল, উপজেলা মুক্তিযোদ্বা সন্তান কমান্ড সভাপতি সাদিকুর রহমান তালুকদার ও আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মাসুদ পারভেজ।

উল্লেখ্য, নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ৩ জানুয়ারি, প্রত্যাহার ১০ জানুয়ারি এবং ভোটগ্রহণ হবে ৩০ জানুয়ারি।

বিগত ২০১৫ সালের পৌর নির্বাচনে ভালুকায় আওয়ামী লীগের ডা. মেজবাহ উদ্দিন কাইয়ুম নৌকা প্রতীকে ৯ হাজার ৯১ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাতেম আলী ধানের শীষ প্রতীকে ৪ হাজার ৩ শ’২১ ভোট পেয়ে পরাজিত হন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com