বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ন

ভালুকায় ৭ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগে গ্রেফতার ১

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় ৭ বছরের এক শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগে মোঃ ইমন মিয়া (২৪) নামে একজনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে ভালুকা মডেল থানা পুলিশ।

স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, সোমবার বিকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের গৌরিপুর এলাকার হালিম শিকদারের বাড়ীর ভাড়াটিয়া জসিম উদ্দিনের ৭ বছরের শিশুকে মজা খাবারের কথা বলে একই এলাকার মোঃ রিপন মিয়ার ভাগিনীর জামাই (ভাড়াটিয়া) টাঙ্গাইল জেলার বাসাইল থানার কাশিল গ্রামের মৃত নূর ইসলামের ছেলে মোঃ ইমন মিয়া (২৪) জনৈকা ফাহিমার পরিত্যাক্ত বাড়ীর মাটির তৈরি টিনের দু’চালা ঘরে নিয়ে ধর্ষনের চেষ্টা করলে শিশুটির ডাকচিৎকারে আশপাশের লোকজন আসলে ইমন পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা তাকে আটক করে ভালুকা মডেল থানার এসআই আরিফুল ইসলালের হাতে সোপর্দ করে। এ ব্যাপারে ভালুকা মডেল থানার মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে মেয়েটির বাবা জসিমউদ্দিন (২৯) বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন ধমন আইনে একটি ধর্ষনের চেষ্টা মামলা করেন, মামলা নং-৭।

এ ব্যাপারে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল ইসলাম জানান, নারী ও শিশু নির্যাতন ধমন আইনে একটি ধর্ষনের চেষ্টা মামলা দিয়ে আসামী ইমনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com