বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০৯:০৪ অপরাহ্ন

ভালুকায় সিডষ্টোর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন: শাহাব উদ্দিন সভাপতি, বিল্লাল সম্পাদক

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের “সিডষ্টোর বাজার ব্যবসায়ী সমিতি (সি.বা.ব্য.স) এর কার্যকরী কমিটির সাধারণ নির্বাচন-২০২০ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে ৫২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বর্তমান কমিটির সভাপতি হাজ্বী শাহাব উদ্দিন তালুকদার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ রফিকুল ইসলাম সুরুজ পেয়েছেন ৪৪২ ভোট ও সাধারণ সম্পাদক হিসেবে ৬৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ বিল্লাল হোসেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ শরিফুল ইসলাম পেয়েছেন ২৭০ ভোট।

কমিটির অন্যান্য নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি পদে যথাক্রমে মোঃ ফালু মিয়া ও হাজ্বী মোঃ মোসলেম উদ্দিন, সহ-সম্পাদক পদে মোঃ বুলবুল আহাম্মেদ, কোষাধ্যক্ষ পদে হাজ্বী মোঃ আবুল কালাম আজাদ এবং সদস্য পদে যথাক্রমে আনছারুল ইসলাম, মোঃ আবুল হোসেন, মোঃ জাকির আকন্দ, মোঃ রুহুল আমিন ও মোঃ নজিবুল হোসাইন চৌধুরী নেভী।

বুধবার (২৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতির কার্যালয়ে উৎসব মূখর পরিবেশে ২০জন প্রার্থীর মধ্য থেকে ১১জন প্রার্থীকে নির্বাচিত করতে ৯৮২ জন সদস্যের মধ্যে ৯৭৩ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে ছিলেন উপজেলা সমবায় অফিসার মন্তোষ কুমার গোপ, প্রধান নির্বাচন কমিশনার ছিলেন হবিরবাড়ী ইউনিয়ন সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নূরুল ইসলাম মানিক ও নির্বাচন কমিশনার ছিলেন ঝালপাজা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম তপন। নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণ করতে স্থানীয় জনপ্রতিনিধিগণ ও উপজেলা প্রশাসনের নানা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com