বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০৮:৫৮ অপরাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::
ময়মনসিংহের ভালুকায় পেপার মিলের রুলারের সঙ্গে পিষ্ট হয়ে মেহেদী হাসান (১৮) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হলে তাকে ময়লার সাথে দীর্ঘ সময় ফেলে রাখা হয়। নিহত শ্রমিক পাড়াগাঁও নবদিগন্ত হাই স্কুলে এবছর নবম শ্রেণীর ছাত্র।
সোমবার (১১ জানুয়ারি) ভোরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত মেহেদী হাসান ভূঁইয়া পেপার মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন। ভোরে কাজ করার সময় অসাবধানবশত কনবেয়ার বেল মেশিনে উঠে গেলে রুলারে পিষ্ট হয়ে মারা যায় সে। শ্রমিকদের দাবি কর্তৃপক্ষের অবহেলার কারণে ঘটছে এই দূর্ঘটনা।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাড়াগাঁও গুচ্ছ গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. মেহেদী হাসান চলতি মাসের ৭ তারিখে শ্রমিক হিসেবে চাকুরিতে যোগদান করেন। ঘটনার দিন সকালে মেহেদি হাসানের সহকর্মীরা লাশ দেখে কর্তৃপক্ষকে খবর দেয়।
নিহতের মা হামিদা খাতুন বিলাপ করতে করতে বলেন, তার ছেলে ১০ পারা হাফেজ ও এবার অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে নতুন বই নিয়েছে।
ভুঁইয়া পেপার মিলের এডমিন ম্যানেজার আ. রহিম জানান, ভোর রাতের দিকে পেপার কাটিং নেবার সময় নিহত মেহেদীর লাশ দেখতে পেয়ে ভালুকা মডেল থানায় খবর দিলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন ঘটনাস্থলে আসেন।
গত ২০১৯ সালের ২১ অক্টোবর মেশিনে পৃষ্ট হয়ে মাসুদ রানা (২৫) নামে এক শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটে এই কারখানায়।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মাইন উদ্দিন বলেন,‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে আইনি ব্যাবস্থা গ্রহণ করা হবে।’