শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০২:১২ পূর্বাহ্ন

ভালুকায় বেতন বৈষম্য নিরসনের দাবিতে কর্মবিরতি

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::

ভালুকায় বেতন বৈষম্য নিরসনের দাবিতে কর্ম বিরতি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে বাংলাদেশ হেলথ্ এসিসস্ট্যান্ট এসোসিয়েশন ভালুকা উপজেলা শাখার আয়োজনে ওই কর্ম বিরতি পালন করা হয়।

কর্ম বিরতি চলাকালে বক্তারা বলেন, ১৯৯৮সালের ৬ডিসেম্বর তৎকালিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দাবি পুরনের ঘোষণা দিলেও এত বছর পরও আমাদের এ ন্যায্য দাবি বাস্তবায়ন হয়নি। আমাদের দাবি আদায়ের আগ পর্যন্ত এ কর্ম বিরতি অব্যাহত থাকবে।

হেলথ্ এসিসস্ট্যান্ট মাঠ কর্মীদের ইনচার্জ এ.এম. শহিদউল্লাহর নেতৃত্বে ওই কর্মসূচি পালিত হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com