বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ন

ভালুকায় ফ্রী চিকিৎসা সেবা প্রদান

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় গরীব, দুস্থ্য ও অসহায় মানুষকে ফ্রী চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

শনিবার (১৩ নভেম্বর) হবিরবাড়ি ইউনিয়নের ঝালপাজা ঢেওয়াতলী গ্রামে সকাল থেকে বিকাল পর্যন্ত চলে ওই ফ্রী চিৎসাসেবা প্রদান।

স্থানীয় সমাজসেবক মরহুম আলহাজ্ব আ. হেলিম মন্ডল হলু’র ১ম মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে সুফিয়া-হেলিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে ওই চিকিৎসা সেবা প্রদান করা হয়। বাস্তবায়নে সহযোগীতা করেন হবিরবাড়ী জেনারেল হাসপাতাল। পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক ও পাঁচজন স্বাস্থ্যসহকারীর সমন্বয়ে প্রায় পাঁচ শত মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এ সময় নিউরো ও নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. এম এ সালাম আকন্দ, মেডিসিন বিশেষজ্ঞ ডা. সৌমেন পাল, শিশু রোগ বিশেষজ্ঞ ডা. এম এ বারী, গাইনী ডা. পম্পা বৈরাগী, ও ডা. শুভঙ্কর চিকিৎসা সেবা প্রদান করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুফিয়া-হেলিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আবু সাঈদ জুয়েল, ব্যাবস্থাপনা পরিচালক এ.বি. সিদ্দিক সোহেল, পরিচালক ও সহকারী পুলিশ সুপার আবু সুফিয়ান সোহাগ, সমাজসেবক আলহাজ্ব শহিদুল ইসলাম, স্থানীয় ওয়ার্ড মেম্বার দেলুয়ার হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com