বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৯:০৬ পূর্বাহ্ন
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ভালুকা উপজেলা ৭নং মল্লিকবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী মাওলানা হারুন-অর রশিদ তার বিরুদ্ধে মিথ্যা অপবাদের প্রতিবাদ জানিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে স্থানীয় সাংবাদিকদের কাছে তিনি প্রতিবাদ জানান।
তিনি বলেন, ভালুকা উপজেলা আওয়ামী লীগ কর্তৃক বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে পাঠানো প্রতিবেদনে ‘বিদ্রোহী প্রার্থী’ হিসেবে তাঁর নাম উল্লেখ করেছেন। প্রকৃত পক্ষে আওয়ামী লীগ নেতা হারুন-অর-রশিদ গত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনই করেননি। তিনি আওয়ামী লীগের মনোনিত প্রার্থীর পক্ষে কাজ করেছেন।
মল্লিকবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হাজী মো. সিরাজুল ইসলাম বলেন, একটি মহল হারুনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। মাওলানা হারুন এলাকার তুমুল জনপ্রিয় একজন সামাজিক রাজনৈতিক ব্যক্তি। আন্তপ্রাণ সংগঠক, দক্ষ, কমিটেড, নির্লোভ ও পরোপকারী মানুষ হিসেবে তাঁকে সবাই সম্মান করে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ও নৌকার বিজয় সু-নিশ্চিত করতে একমাত্র আলহাজ্ব মাওলানা হারুন-অর-রশিদের বিকল্প কেউ নেই। আমরা ইউনিয়নবাসী মাওলানা হারুনকেই চেয়ারম্যান হিসেবে পেতে চাই।’