শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ১০:০৪ পূর্বাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::
ময়মনসিংহের ভালুকায় ভাইয়ের বাসায় বেড়াতে এসে প্রাইভেটকার চাপায় নিহত হলেন সুমন (৩০) নামের এক পথচারি।
শনিবার (৩১ অক্টোবর) রাত ৯টায় ঢাকা-ময়মনসিংহ সড়কের স্কয়ার মাস্টারবাড়ী বাজারের কাকলী ফার্নিচারের সামনে রাস্তার পশ্চিম পার্শ্বে ঘটনাটি ঘটেছে। নিহত সুমন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার বিশকাটালী গ্রামের লিয়াকত আলীর ছেলে।
জানা যায়, নিহত সুমন উপজেলার হবিরবাড়ী স্কয়ার মাস্টারবাড়ী এলাকার আবুল হোসেন ঢালীর বাসার ভাড়াটিয়া তার ভাই গাড়ী চালক জাকিরের বাসায় বেড়াতে আসে। শনিবার রাত ৯টার দিকে রাস্তা পার হতে গিয়ে ময়মনসিংহগামী একটি প্রাইভেটকার ঢাকা মেট্টো গ- ৩১-১২০৫ তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে জনতা প্রাইভেটকারটি আটক করে। খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে পুলিশ প্রাইভেটকারসহ নিহতের লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।
ভরাডোবা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ তৈমুর আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে। ঘাতক প্রাইভেটকারটি আটক করা গেলেও এর চালককে আটক করা যায়নি।