মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০১:৪০ পূর্বাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় ষষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১১টি ইউনিয়নের মধ্যে ১০টিতে আওয়ামী লীগের নৌকার প্রার্থীরা ও বাকি ১টিতে স্বতন্ত্র প্রার্থীর (আনারস প্রতিক) জয় লাভ করেছেন।
সোমবার (৩১ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এসব ইউনিয়নগুলোতে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর ভোট গণনা শেষে স্থানীয় নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনের ফলাফলে দেখা যায়, একমাত্র ৫নং বিরুনীয়া ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র প্রার্থী ছামছুল হোসাইন জয়ী হয়েছেন। বাকি ১০টি ইউনিয়নে আওয়ামী লীগের নৌকার প্রার্থীগণ বিজয়ী হয়েছেন।
যে সব আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হয়েছেন- ১নং উথুরায় মোঃ নূরুল ইসলাম, ২নং মেদুয়ারীতে জেসমিন নাহার রাণী, ৩নং ভরাডোবায় শাহ্ আলম তরফদার, ৪নং ধীতপুরে লুৎফর রহমান খান, ৬নং ভালুকায় শিহাব আমীন খান, ৭নং মল্লিকবাড়ীতে এস.এম আকরাম হোসাইন, ৮নং ডাকাতিয়ায় হারুন অর রশিদ, ৯নং কাচিনায় মুশফিকুর রহমান লিটন, ১০নং হবিরবাড়ীতে তোফায়েল আহম্মেদ (বাচ্চু) এবং ১১নং রাজৈ এ নুরুল ইসলাম বাদশা।