মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৩ পূর্বাহ্ন

বাঘায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার!

বাঘা (রাজশাহী) প্রতিনিধি॥ রাজশাহীর বাঘায় মানিক নামের পঁয়ত্রিশ বছরের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৪ আগষ্ট) সকালে উপজেলার তুলশিপুর চকপাড়ার মুক্তার হোসেনের আম বাগানের আম গাছের ডাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে একই উপজেলার সুলতানপুর গ্রামের আজগরের ছেলে। সে স্বপরিবারে রাজশাহীতে থাকতো বলে পারিবারিক সুত্রে জানা গেছে।

বাঘা থানার উপ-পরিদর্শক (এসআই) মুনঞ্জুরুল ইসলাম জানান, তার মরাদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্ত্রীর উপর রাগ করে শুক্রবার বাড়ি থেকে বের হয়ে আসে। রাতের যে কোন সময়ে ওই গ্রামে এসে আত্মহত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে। তবে ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে। এ ব্যাপারে ইউডি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com