রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৬ পূর্বাহ্ন

বাঘায় মৎস্য দপ্তরের অভিযানে জব্দকৃত ইলিশ বিতরন

বাঘা (রাজশাহী) প্রতিনিধি॥ মৎস্য অধিদপ্তরের নিষেধ থাকা সত্ত্বেও প্রজনন মৌসুমে পদ্মায় ইলিশ মাছ ধরার অপরাধে, রাজশাহীর বাঘায় ১২ হাজার ২০ মিটার জাল ও ৮ কেজি ডিমওয়ালা ইলিশ মাছ জব্দ করেছে মৎস্য অধিদপ্তর।

মঙ্গলবার (১৬ অক্টোবর) দুপুর ২টা পর্যন্ত উপজেলার আলাইপুর, চকরাজাপুর, মানিকের চর ও চৌমাদিয়া এলাকার পদ্মায় অভিযান চালিয়ে জাল ও মাছ জব্দ করেন উপজেলা মৎস্য অফিসার আমিরুল ইসলাম। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ আলাইপুর বিজিবি একটি দল অভিযানে ছিলেন। অভিযানের খবর পেয়ে পালিয়ে যায় অসাধু অনেক জেলেরা।

আমিরুল ইসলাম জানান, জালগুলো কিশোরপুর এলাকায় জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে আর মাছগুলো গরীবদের মাঝে বিতরন করা হয়েছে।

এর আগে ৭ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত ৬ লক্ষ ৭০ হাজার টাকা মূল্যের ৩৩ হাজার ৫’শ মিটার জাল, ৫৭ কেজি মাছ ও ১টি নৌকা আটক করেছেন। নিষিদ্ধ সময় ২৮ অক্টোবর পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই মৎস্য অফিসার।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com