সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৩ পূর্বাহ্ন
বাঘা (রাজশাহী) প্রতিনিধি॥ রাজশাহীর বাঘায় ৭০ বছর বয়সের মসলেম নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৮ সেপ্টেম্বর) সকালে গ্রামের আম বাগানের একটি আম গাছের ডাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে উপজেলার বাউসা টাইরিপাড়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম শওকত আলী। পরিবারের দাবি, পারিবারিক কলহে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। পুলিশের ধারনা এর পেছনে গোপন কোন রহস্য থাকতে পারে।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হাসান জানান, গলায় রশি প্যাচানো অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে মৃত্যুর রহস্য জানা যায়নি। এ ব্যাপারে ইউডি মামলা দায়ের করে মরদেহ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।