সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৯ পূর্বাহ্ন
বাঘা (রাজশাহী) প্রতিনিধি :
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত কার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাঘায় উপজেলা প্রশাসন ও শাহদৌলা সরকারী কলেজের আয়োজনে শোক র্যালী, আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল- সূর্যোদয়ের সাথে সাথে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধমিত, কালো পতাকা উত্তোলন, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,শোক র্যালি, আলোচনা সভা ও পুরুস্কার বিতরন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও দলীয় ব্যানারে পৃথক কর্মসূচি পালন করা হয়।
বুধবার (১৫-৮-১৮) সকাল ৯টা ৫মিনিটে উপজেলা নির্বাহি অফিসারের নের্তৃত্বে র্যালিটি উপজেলার প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। নির্বাহি অফিসার শাহিন রেজার সভাপতিত্বে¡ বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল,বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হাসান, ইউ,পি চেয়ারম্যান রফিকুল ইসলাম, শিক্ষক বাবুল ইসলাম, আঞ্জারুল ইসলাম, সৈনিকলীগের সভাপতি আনোয়ার হোসেন মিল্টন প্রমুখ।
উপধাক্ষ ওয়াহিদ সাদিক কবিরের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সহ সভাপতি আজিজুল আলম, পৌর আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার, সাধারণ সম্পাদক মামুন হোসেনসহ আ‘লীগ দলীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী।
অপরদিকে শাহদৌলা সরকারী কলেজে পৃথক কর্মসুচীর মাধ্যমে শিক্ষক শিক্ষার্থীদের অংশ গ্রহনে জাতীয় শোক দিবস পালন করা হয়। বক্তারা বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন বাংলাদেশের জম্ম হতো না। বঙ্গবন্ধু চেয়েছিলেন এ দেশকে সোনার বাংলা হিসাবে প্রতিষ্ঠা করতে। কিন্তু কুচক্রি মহলের ষড়যন্ত্রে স্ব-পরিবারে হত্যা করা হয়। তাঁর বেঁচে থাকা সুযোগ্য কন্যা ও বর্তমান সরকারের প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ তথা দেশের অগ্রগতিতে ভুমিকা রাখছেন। দেশ থেকে জঙ্গিবাদের আস্তানা উৎখাত করে বাংলাদেশকে সোনার বাংলায় রুপ দিয়েছেন।
বাদ যোহর মসজিদ-মন্দির ও গীর্জাসহ ধর্মীয় উপাশনালয়ে মিলাদ মহফিল ও বিশেষ প্রার্থনা করা হয়। এর আগে ১৩ আগষ্ট শিক্ষার্থীদের চিত্রাঙ্গন, রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।