বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৯ অপরাহ্ন
বাঘা (রাজশাহী) প্রতিনিধি॥
রাজশাহীর বাঘায় বিএনপির ৪ জনসহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলো- উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি, আড়াপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে জুয়েল রানা, ওয়ার্ড বিএনপির নেতা, হিজলপল্লী গ্রামের আহসান আলীর ছেলে আনিসুর রহমান, ফতিয়াড় গ্রামের মহিম উদ্দীনের ছেলে মকুল ও একই গ্রামের হারু প্রামানিকের ছেলে আব্দুস সালাম।
অপর ২জন- মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের বিনাশ্রম সাজাপ্রাপ্ত আসামী মহদীপুর গ্রামের জামাল উদ্দীনের ছেলে নায়েক আলী ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী আলাইপুর মহাজন পাড়ার আজিবার রহমানের ছেলে গোলাম মোস্তফা ওরফে ভোলা।
বুধবার (৭ নভেম্বর) রাতে তাদের গ্রেফতার করা হয়। আজ বৃহস্পতিবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
বাঘা থানার অফিসার ইনচার্জ মহসীন আলী জানান, বিএনপির ৪ জনকে নাশকতার অভিযোগে দায়েরকৃত মামলায় গ্রেফতার করা হয়েছে। এদিকে বিএনপির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন দাবি করেছেন,কোন ঘটনা ছাড়াই গায়েবি মামলা দায়ের করে নেতা কর্মীদের গ্রেফতার করা হচ্ছে।