সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৮ অপরাহ্ন
বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
বাঘায় বেসরকারি এনজিও “উদ্দীপন” এর আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে, জাতীয় শোক দিবসের কর্মসূচির অংশ হিসেবে, দুঃস্থ গর্ভবতী মায়েদের বিনা মুল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪-৮-১৮) অনুকুল ফাউন্ডেশনের অর্থায়নে সংস্থার বাঘা কার্যালয়ে কর্মএলাকার ৩৫ জন গর্ভবতী মাকে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়। শাখা ব্যবস্থাপক আবুল কালাম আজাদের তত্বাবধানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক,ডাঃ রুকসানা খাতুন চিকিৎসা প্রদান করেন। সার্বিক সহযোগিতায় ছিলেন, প্রাথমিক স্বাস্থ্য সেবা কর্মসূচি(উদ্দীপন)’র চিকিৎসা সহকারি মোঃ আবুল বাসার।