মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৩ অপরাহ্ন

বাঘায় ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

বাঘা (রাজশাহী) প্রতিনিধি॥ রাজশাহীর বাঘায় ২’শত ৫ পিস ইয়াবা ট্যাবলটসহ সুমন ও রিক্তা সরদার নামের ২ যুবককে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য।

বুধবার রাত পৌণে ২টায় অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

এসময় তার রুম থেকে ২’শ ৫পিচ ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশের হাতে গ্রেফতার হওয়া সুমন, বাঘা পৌরসভার দক্ষিন মিলিক বাঘা গ্রামের অতাউর রহমানের ছেলে। তার বাবা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি ছিলেন বলে জানা গেছে। গ্রেফতারের পর সুমনের বিরুদ্ধে আইডি হ্যাকসহ আরো অন্যান্য অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগ তদন্ত চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানা গেছে।

একইদিন রাজশাহী ডিবি পুলিশ পৌর এলাকার চক নারায়নপুর গ্রামের রিক্তা সরদারের বাড়িতে অভিযান চালিয়ে ৪০ পিচ ইয়াবাসহ তাকে গ্রেফতার করেছে। সে আলম সরদারের ছেলে বলে জানা গেছে।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হাসান রেজা জানান, পুলিশ ও ডিবির পক্ষ থেকে তাদের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com