বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪০ অপরাহ্ন

বাঘায় অন্নসেবা ও মহানামযজ্ঞ অনুষ্ঠানে ভারতীয় সহকারি হাই কমিশনার

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:: সৃষ্টির সেরা জীব মানুষ। একমুঠো ভাতের জন্য দুঃখিনি মায়ের কান্না । এক চামচ দুধের জন্য আতœচিৎকার শিশু সন্তানের। অথর্ব পিতার অভাবনীয় হাহাকার। এর আলোকে শ্রদ্ধাশীল হয়ে ৬দিন ব্যাপি অন্নসেবার আয়োজন করা হয় রাজশাহীর বাঘা উপজেলার নারায়নপুর পালপাড়ায় সার্বজনীন দূর্গামন্দিরে। বিশ্ব শান্তিকল্পে মহানামযজ্ঞ অনুষ্ঠান চলে দিন-রাত। দানশীল ব্যাক্তিদের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রতিদিন যোগ দেন হাজারো মানুষ। বিশেষ করে হিন্দু ধর্শালম্বী নারি-পুরুষের আগমনে অনুষ্ঠান হয়ে উঠে প্রানবন্ত।
রোববার (০৬-৫-১৮) সরেজমিন দেখা গেছে, হিন্দ-ুমুসলিম চমৎকার সম্পর্ক। সব মিলিয়ে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠান উপভোগ করেছেন আগন্তকরা। অনুষ্ঠানে আসা নিপেন সাহা,অরুন কুমার সাহা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও বিদুৎ ব্যবস্থা স্বাভাবিক থাকায় র্নিবিগ্নে অনুষ্টান উপভোগ করতে পেরেছেন।
আয়োজক কমিটি সুত্রে জানা যায়,শনিবার (৫-৫-১৮) রাতে অনুষ্ঠানে যোগ দেন পুলিশ সুপার শহিদুল্লাহ বিপিএম। দুপুরে আসেন রাজশাহী জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের। আগেরদিন শুক্রবার (০৪-০৫-১৮) সন্ধ্যার পরে ওই অনুষ্ঠানে আসেন ভারতীয় সহকারি হাই কমিশনার অভিজিত চ্যার্টাজি। সেখানে উপস্থিত ছিলেন বাঘার কৃতি সন্তান বাণিজ্য মন্ত্রনালয়ের উপসচিব রথীন্দ্রনাথ দত্ত,রাজশাহী বিশ^ বিদ্যালয়ের গনযোগাযোগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক প্রদীপ পান্ডে, এএসপি এব্রাহিম,সহকারি জজ সুমন কুমার কর্মকার,সাবেক পৌর মেয়র আক্কাছ আলী।
আয়োজক কমিটির সভাপতি মনিমোহন পান্ডে ও সাধারন সম্পাদক সুজিত কুমার বাকু পান্ডে জানান, গত বুধবার (২ মে) রাত ৯টায় আন্ঠুানিকভাবে এর উদ্বোধন করা হয়। বাংলাদেশ আওয়ামীলীগ বাঘা উপজেলা কমিটির সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল,বাঘা থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) রেজাউল হাসান রেজা,সিরাজুল ইসলাম মন্টু,মাসুদ রানা তিলু এর উদ্বোধন করেন । উপস্থিত ছিলেন প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু, আ’লীগ নেতা কামাল হোসেন,প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞাসহ নের্তৃস্থানীয় ব্যাক্তিবর্গ। পরের দিন যোগ দেন বাঘা পৌর মেয়র আব্দুর রাজ্জাকসহ সংশ্লিষ্ট কাউন্সিলর ও বিএনপির নের্তৃস্থানীয় ব্যাক্তিবর্গ। আজ সোমবার( ৭ মে) শেষ হবে ৬দিন ব্যাপি অনুষ্ঠান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com