বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন

বর্ষবরণে মাতলো রাবি ক্যাম্পাস

রাবি প্রতিনিধি:
এলো বৈশাখ তাইতো ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ। সকাল থেকেই ক্যাম্পাস সেজেঁছে আপন সাজেঁ আগমন ঘটেছে হাজার হাজার শিক্ষার্থীসহ দর্শনার্থীদের। বর্ষবরণকে ঘিরে বৈশাখী রঙে ক্যাম্পাস ফিরে পেয়েছে নতুন রূপ।
‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ এ স্লোগানকে সামনে রেখে সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে বিশাল মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা। এ সময় আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার অধ্যাপক এমএ বারীসহ অনুষদের শিক্ষক-শিক্ষার্থী।
সরে জমিনে দেখা যায়, এবারে চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রায় শোভা পেয়েছে ষাঁড় ও পায়রা। কমিটির সদস্যরা জানান, বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কৃষি। এর সঙ্গে ষাড়ের রয়েছে নিবিড় সম্পর্ক। আর পায়রা হলো শান্তির প্রতীক। রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী শান্তি রক্ষায় বিশ্বের বুকে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। এসব বিবেচনায় রেখে এ বছর শোভাযাত্রার জন্য এই থিম দুটি নির্ধারণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় ঘুরে দেখা যায়, বেলার বাড়ার সাথে সাথে ক্যাম্পাস তরুণ-তরুণীদের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে। রঙ বেরঙের শাড়ি আর পাঞ্জাবি পরে ক্যাম্পাস মাতিয়ে বেড়াচ্ছেন শিক্ষার্থীরা।
ঘুরতে আসা সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ফরহাদ হোসাইন বলেন, নববর্ষ উপলক্ষে ক্যাম্পাস লোকে লোকারন্য হয়েছে। সবার মুখে হাসি আর আনন্দ লেগে আছে।
পহেলা বৈশাখে প্রতি বছরের ন্যায় এবারো ক্যাম্পাসে মূল আয়োজন চলছে চারুকলা অনুষদে। এবার অনুষদ প্রাঙ্গণে দুই দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। মেলা চলাকালে বিভিন্ন লোকজ সঙ্গীত, নৃত্য, নাটকসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com