সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৪ অপরাহ্ন
আবু বকর অন্তু, রাবি:
চতুর্থ বর্ষের পরীক্ষা শেষ হয়েছে ৬ মাস আগে, তবে এখনও ফলাফল প্রকাশ হয়নি। ফলাফল প্রকাশে শিক্ষকদের বিলম্ব করায় ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থীরা। এনিয়ে ওই বর্ষের শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিযেছে তারা।
শিক্ষার্থীদের অভিযোগ, ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের চলতি বছরের ৪ ফেব্রুয়ারি শেষ হয়েছে চতুর্থ বর্ষের পরীক্ষা। এনিয়ে বিভাগের শিক্ষক ও পরীক্ষা কমিটিকে শিক্ষার্থীরা জানালেও কাজ হয়নি।
এদিকে নিয়মানুযায়ী পরীক্ষা শেষের ৩ মাসের মধ্য ফল প্রকাশের কথা থাকলেও শিক্ষকদের দায়িত্বহীনতায় বাস্তবায়ন না হওয়ায় শিক্ষার্থীদের সেশন জটের সম্ভাবনা রয়েছে বলে দাবি করছে তারা।
জানতে চাইলে উর্দূ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসির উদ্দিন বলেন, আমরা ক্লাস পরীক্ষা চালু রেখেছি। শিক্ষার্থীরা না অংশগ্রহণ করলে তারা ক্ষতির সম্মূখীন হবে। এছাড়া অতি তাড়াতাড়ি রেজাল্ট দেওয়া হবে বলে দাবি করেন তিনি।