বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৭ অপরাহ্ন
রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ৬ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় বিশ^বিদ্যালয় কেন্দ্রীয় কাজী নজরুল ইসলাম মিলানায়তনে জাতীয় সঙ্গীত ও পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠের মাধ্যমে বরণ অনুষ্ঠান শুরু হয়।
এসময় নবীনদের উদ্দেশ্যে উপাচার্য আব্দুস সোবহান বলেন, ‘বিদ্যা অর্জন করে ভাল মানুষ হবে বলেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছ। তবে বিদ্যা অর্জন করলে বিদ্যান হওয়া যায়, কিন্তু শিক্ষিত হওয়া যায় না। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েও অনেক মেধাবী শিক্ষার্থী খারাপ হয়ে যায়। একটি কথা বলব যে ‘বিদ্যান ব্যক্তি অর্থাৎ জ্ঞানী ব্যক্তি সে পরিশীলিত হবে। যাদের সাথে সে মেলামেশা করে তাদের আচরণকে পরিশীলিত করবে। এটা হবে শিক্ষার্থীদের উদ্দেশ্য’
বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাবি উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সোবহান। এসময় উপস্থিত ছিলেন সহ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, ছাত্র উপদেষ্টা জান্নাতুল ফেরদৌস, প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রভাষ কুমার কর্মকার প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন বিশ^বিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এম এ বারী।