বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৮:৩১ পূর্বাহ্ন
টাঙ্গাইল প্রতিনিধি:: টাঙ্গাইলে আকবর বাপ্পী (৩৩) নামে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (২২ মে) রাত ১টার দিকে শহরের পার দিঘুলীয়া সেতুর পাশে তাকে হত্যা করা হয়। তিনি চর দিঘুলীয়া এলাকার দেলবর বেপারির ছেলে।
বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই মো. আতিকুর রহমান বলেন, রাতে বাপ্পীর লাশটি উদ্ধার করে হাসপাতাল মর্গে রেখেছে সদর থানা পুলিশ। তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে অসংখ্য জখমের চিহ্ন রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।