বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক:: দেশ সেরা চিত্রনায়ক শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স’। দেশের গণ্ডি পেরিয়ে এবার শ্রীলঙ্কায় হতে যাচ্ছে সিনেমাটির দৃশ্যধারনের কাজ। আগামী সপ্তাহে সিনেমাটির বিদেশি অংশের শুটিংয়ে অংশ নেবেন শাকিব খান। এই পর্বে তার সঙ্গে থাকবেন জ্যোতির্ময়ী কুণ্ডু, তাসনিয়া ফারিণ ও সাবিলা নূর।
মঙ্গলবার (৬ জানুয়ারি) ঢাকায় ‘প্রিন্স’-এর শুটিং শুরু হয়েছে বলে নির্মাতা সূত্রে জানা গেছে। প্রাথমিক পর্বের শুটিং শেষ করে পুরো ইউনিট শ্রীলঙ্কায় যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
নব্বই দশকের আলোচিত ঢাকার আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টার কালা জাহাঙ্গীরের জীবনী অবলম্বনে নির্মিত হচ্ছে ‘প্রিন্স’ সিনেমা—এমন গুঞ্জন শুরুতে ছড়ালেও বিষয়টি স্পষ্টভাবে নাকচ করেন পরিচালক হায়াত। তার ভাষ্য অনুযায়ী, সিনেমাটি কোনো নির্দিষ্ট ব্যক্তির জীবনী নয়; এ ধরনের আলোচনা সম্পূর্ণই গুজব।
আসন্ন ঈদুল ফিতরে মুক্তিকে লক্ষ্য করে নির্মিত হচ্ছে ‘প্রিন্স’। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে তিন নায়িকা হিসেবে থাকছেন—জ্যোতির্ময়ী কুণ্ডু, তাসনিয়া ফারিণ ও সাবিলা নূর।
এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ, শরীফ সিরাজ প্রমুখ।
দেশের বাইরে শুটিং ও তারকাবহুল হওয়ার কারণে শুরু থেকেই ‘প্রিন্স’ নিয়ে দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ দেখা যাচ্ছে।