বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০১:২১ অপরাহ্ন
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায় উন্নয়ন’ এ স্লোগানক প্রতিপাদ্য করে যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমবায় দিবস ২০২১ই পালিত হয়েছে।
শনিবার (৬ নভেম্বর) সকাল ১১টায় স্থানীয় উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ আল বাকিউল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ডাঃ এ কে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান ড. সেলিনা রশিদ, উপজেলা সমবায় অফিসার আবু মুহাম্মদ জাকারিয়া। পরে সমবায় সমিতির শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে সম্মাননা প্রদান করা হয়।