বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৩ অপরাহ্ন

চারদিনেও বাড়ি ফেরেনি হাফেজিয়া মাদ্রাসার নিখোঁজ দুই ছাত্র

বাঘা (রাজশাহী) প্রতিনিধি॥ চারদিন আগে একটি হাফেজিয়া মাদ্রাসা থেকে নিখোঁজ হয়েছে রাব্বি (১১) ও ইয়াছিন আলী (১২) নামের দুই ছাত্র। তারা দুজন রাজশাহীর বাঘা উপজেলার পীরগাছা রুপজান বেওয়া নুরানী হাফেজিয়া মাদ্রাসায় কোরানে হাফেজ বিষয়ে লেখাপড়া করতো।

গত শুক্রবার (১৯ অক্টোবর) ওই মাদ্রাসা থেকে নিখোঁজ হয় তারা। ফজলে রাব্বি উপজেলার মনিগ্রামের সান্টু হোসেনের ছেলে ও ইয়াছিন আলী একই উপজেলার পীরগাছা গ্রামের ইনছার আলী ছেলে। তাদের সন্ধান না পেয়ে মাদ্রাসার সুপার সাইদুর রহমান রোববার (২১ অক্টোবর) বাঘা থানায় একটি সাধারণ ডাইরী করেছেন। (বাঘা থানার জিডি নং-১১১১)।

রাব্বির পিতা রান্টু আলী জানান, ১ বছর আগে আটঘরি হাফেজিয়া মাদ্রাসা থেকে পীরগাছা রুপজান বেওয়া নুরানী হাফেজিয়া মাদ্রাসায় ভর্তি করেছেন। ইয়াছিন আলীর পিতা ইনছার আলী জানান, কোরান শিক্ষার জন্য তার সন্তানকেও ওই মাদ্রাসায় ভর্তি করেছেন।

মাদ্রসার সুপার সাইদুর রহমান জানান, ওইদিন সকল ছাত্রকে মসজিদে জুম্মার নামাজ পড়ার নির্দেশ দিয়ে খাগড়বাড়িয়া জামে মসজিদে জুম্মার নামাজ পড়াতে যান। এ সময় সকল ছাত্র গেলেও রাব্বি ও ইয়াছিন পরে যাবে বলে তাদের সাথে যায়নি। মসজিদ থেকে মাদ্রাসায় ফিরে এসে তাদের পাননি। পরিবারের সঙ্গে যোগাযোগ করলে তারা তাদের বাড়িতে যায়নি বলে জানান। বিভিন্ন জায়গায় খোঁজ করেও সন্ধান পাননি। তাদের সন্ধান পেলে মুঠো ফোনের ০১৭২৩-৩৪৯৫০০ নম্বরে খবর দেওয়ার জন্য অনুরোধ করেছেন।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসীন আলী জানান, জিডির পর তাদের ছবিসহ বিভিন্ন থানায় ম্যাসেজ দেয়া হয়েছে। উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com