মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৯ অপরাহ্ন

চলে গেলেন বাঘার কৃতি সন্তান রেজাউল করিম (সহকারি সচিব)

বাঘা (রাজশাহী) প্রতিনিধি,
বাঘার কৃতি সন্তান গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রনালায়ের, সহকারি সচিব, রেজাউল করিম, ঢাকার মতিঝিল এলাকার এজিবি কলোনীর সরকারি বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। শনিবার (০৭-৭-১৮) বাদ আসর উপজেলার গাওপাড়া গ্রামে দ্বিতীয় জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। রাজনৈতিক,সামাজিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ এলাকার সর্বস্তরের মানুষ জানাযায় অংশগ্রহন করেন।
পারিবারিক সুত্র জানায়, শুক্রবার(০৬-৭-১৮) দিবাগত রাত আড়াইটায় ঢাকার ওই বাসায় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তিনি। কিছুক্ষন পরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। ইউপি চেয়ারম্যান আজিজুল আযম জানান, মরহুম আখের মন্ডলের ৫ ছেলে ও ৪ মেয়ের মধ্যে রেজাউল করিম ছিলেন দ্বিতীয়। মৃত্যুকালে স্ত্রী ও একমাত্র কণ্যাসহ মা,ভাই বোন, গুনাগ্রাহী আতœীয় স্বজন রেখে রেখে গেছেন। গ্রামের স্কুল-কলেজ থেকে ডিগ্রী পাশের পর রাজশাহী কলেজ থেকে এম কম পাশ করেন। তার আদি বাস ছিল উপজেলার চরাঞ্চলের চকরাজাপুর গ্রামে। সেখান থেকে বর্তমান ঠিকানা গাওপাড়ায় বাড়ি নির্মাণ করে বসবাস করছিলেন। তিনি সদালোপী ও বিনয়ী স্বভাবের একজন মানুষ ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com