শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার দোহার উপজেলায় শিক্ষকের বিদায়ে অকৃত্রিম শ্রদ্ধা জানাতে ব্যান্ডপাটি বাজিয়ে এবং ফুলে সজ্জিত ঘোড়ার গাড়িতে রাজকীয়ভাবে সংবর্ধিত হয়ে বাড়ি ফিরলেন শিক্ষক।
বৃহস্পতিবার দুপুরে ঐতিহ্যবাহী মালিকান্দা মেঘুলা স্কুল ও কলেজের জেষ্ঠ্য শিক্ষক মো. মোশারফ হোসেনকে উক্ত কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে এ বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে শুরুতেই লাল গালিচা দিয়ে তাঁকে বরণ করা হয়। ঘোড়ার গাড়িতে উঠিয়ে বাজনা বাজিয়ে শিক্ষার্থীরা কলেজ মাঠে ঘুরিয়ে মেঘুলা বাজার প্রদক্ষিণ করে। পরে একই অবস্থায় শিক্ষককে বাড়ি পৌঁছে দেন ওই শিক্ষার্থীরা। এসময় বিদায়ী মুহূর্তে কান্নায় ভেঙে পড়েন দীর্ঘদিনের সহকর্মী শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
এ সময় মালিকান্দা মেঘুলা স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রকিব ফারুকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, এধরনের আয়োজন শিক্ষকদের আরও দায়িত্বশীল হতে শেখায়। শিক্ষকরা আমাদের আদর্শ। আমাদের সময় শিক্ষকদের আমরা পায়ে ছুঁয়ে সালাম জানাতাম। আমি এখনকার ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলবো- শিক্ষকদের প্রতি যে মর্যাদা, সম্মান তা আমাদের অবশ্যই পালন করা উচিত।
বিদায়ী শিক্ষক মোশারফ হোসেন বলেন, আমার ৩৪ বছর শিক্ষকতায় আমি এই মুহূর্তে এখানে দাড়িঁয়ে যাদের কথা মনে পড়েছে তারা আজ অনেকেই নেই। আমি এখনো বেঁচে আছি । আসলে বেঁচে থাকাটাই হল আশ্চর্য। আমার সহযোদ্ধারা যারা ছিলেন অনেকেই আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। আল্লাহ পাক যেন তাঁদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন।

বিদায় শিক্ষক আবেগ আপ্লুত হয়ে বলেন, আমার বিগত দিনের শিক্ষকতায় আসলে শাসনের নামে আমি অত্যাচার করেছি। যা তোমরা মনে রাখবে না এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আমি শিক্ষকতা করতে গিয়ে অনেক সময় আমার শিক্ষার্থীদের ভালোর জন্য শাসন করেছি, শাসনের মাধ্যমে যতটুকু সফলতা করতে পেরেছি সব টুকু আমার শিক্ষার্থীদের আর যতটুকু ব্যর্থতা ছিলো তা আমার।
এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক এম এ আব্দুল ওহাব, ইসলামাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরে আলম সিদ্দিকী, কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ উদ্দিন, সহকারী শিক্ষক মো. জসীম উদ্দিনসহ সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।