বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

খুশিতে নিজেই কাটতে নামলেন বৃদ্ধ আইজুল

বিপ্লব রানীশংকৈল(ঠাকুরগাও)প্রতিনিধি॥ সময় তখন ভর দুপুর সাইকেল চালিয়ে নিজের লাগানো পেকে যাওয়া সরিষা ক্ষেত বাড়ীতে হাজির বৃদ্ধ আইজুল(৭০)। অপেক্ষা করছিলো পূর্বেই ঠিক করে রাখা সরিষা কাটার জন্য লোকজনের।
এ অপেক্ষা যেন তার আর সইছিলো না কারণ গতবারের তুলনায় এবার সরিষার বাম্পার ফলন হয়েছে। তাই নিজেই হাতে কাঁচি নিয়ে কাটতে নামলেন এই বৃদ্ধ কৃষক।

তবে তার সরিষার পাশের একজন ভুট্টা ক্ষেতে মুক্তারুল নামক ব্যক্তি পানি নিচ্ছেন তিনি বলছিলেন কয়দিন আগেই দূর্বলতার কারনে স্যালাইন দিলো ফের আলা এই রৌদ খানত সরিষা কাটবা নামলো। ঐ বৃদ্ধ কৃষক বলছিলেন কিছু হবে নি গে জীবনত কত কাটনু। পাশ দিয়েই রাস্তা ধরে যাচ্ছেছিলেন এই প্রতিবেদক কথা হয় বুধবার দুপুরে ঠাকুরগায়ের রানীশংকৈল উপজেলার ভান্ডারা গ্রামের বৃদ্ধ কৃষক আইজুলের সাথে। তিনি বলেন, মোর বাড়ী থেকে মোর জমিলা প্রায় ১ কিলো দুরত্ব-গে এখান জাগার নাম নিয়ানপুর জয়ডাঙ্গী।

তিনি বয়সের ভারে ন্যযু হলেও মনে তিনি তরতাজা রয়েছেন বলে আমাদের জানান। তিনি বলেন, গত বছর মুই বন্যা বৃষ্টি বহু ঝড় ঝাপটার কারনে সরিষালাত ধরা খাননু এবার সরিষার ভাল হয়ে, কৃষি অফিসতে ভাল সহযোগিতা করিয়ে উমা মোক পরামর্শ দেহেনে কহিল্ল চাচা পরার্মশ অনুযায়ী আবাদ করলে সরিষা ভাল হবে। মুই উমার কথা শুনে হেনে আলা দেখনু কত ভাল হয়ে। এ কারনে সরিষা খান দেখেনে লোভ সামনে-লেনি মনে হচে এলাই কাটে বাড়ীত লে যাও। জনের অপেক্ষা মোর শয়নি। বৃদ্ব আইজুল বিশাল পরিবার সবাই আপন কাজকর্মে ব্যাস্ত তিনি বসে না থেকে এবার ২বিঘা সরিষা লাগিয়েছেন। তিনি আশা করছেন বিঘাই তার আট মণ করে সরিষা হবে। যেখানে পূর্বে পাচ মন হওয়াই কঠিন সাধ্য হত।

উপজেলার বিভিন্ন এলাকায় খোজ নিয়ে জানা যায়, প্রত্যক এলাকাই অনেক ভাল সরিষা উপন্ন হয়েছে। তবে কিছু জাযগায় সমস্যা হয়েছে। কারন হিসেবে জানা যায়,তারা সরিষার বীজ ভাল মানের রোপন করেনি ডিলারের পরামর্শে আবাদ করেছে। তারা কৃষি অফিসের কারো কাছে যোগাযোগ করে নি।

এবার বারি ৮,৯,১৪,১৫ জাতের বীজ সরিষা উপজেলা জুড়ে লাগানো হয়েছিলো। এতে লক্ষ্য মাত্রা ধরা হয়েছিলো দুই হাজার চারশত হেক্টর তবে অর্জন হয়েছে অনেক বেশি পরিমাণ প্রায় তিনহাজার নয়শত হেক্টর বলে নিশ্চিত করে উপজেলা কৃষি অফিস। উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ বলেন, কৃষকের অর্জন মানেই আমাদের অর্জন। অনেক ভালো লাগে কৃষকরা যখন কৃষি আবাদ করে লাভবান হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com